Site icon Jamuna Television

শাহরুখপুত্রের প্রেমে পড়েছেন এই পাকিস্তানি অভিনেত্রী!

সাজাল আলী ও আরিয়ান খান।

স্টারকিড হওয়ায় অনেক আগে থেকেই খবরের শিরোনামে সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। যদিও অন্যদের মতো সামাজিক মাধ্যমে তেমন সক্রিয় নন তিনি। তবু, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় শাহরুখ পুত্রের ভক্তের সংখ্যা কম নয়।

জানা গেছে, সম্প্রতি আরিয়ানের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী সাজাল আলী। মাঝে মাদক মামলায় জড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আরিয়ান। এরপর বিভিন্ন সময় তার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি আরিয়ানের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন সাজাল। সাদা টি-শার্টপরা আরিয়ানের সে ক্যানডিড ছবির সঙ্গে জুড়ে দেন একটি লাল হার্টইমোজি! তারপর থেকেই নেটিজেনদের মাঝে হইচই! অনেকেই প্রশ্ন তুলেছেন— তবে কি আরিয়ান খানের প্রেমে পড়লেন এই নায়িকা?

/এসএইচ

Exit mobile version