Site icon Jamuna Television

আবার বাবা হচ্ছেন রায়ান রেনল্ডস

সন্তানদের কোলে নিয়ে রায়ান রেনল্ডস ও ব্লেক লাইভলি।

খুব শীঘ্রই নতুন সদস্য আসতে চলেছে হলিউডের তারকা দম্পতি রায়ান রেনল্ডস এবং ব্লেক লাইভলির পরিবারে।

জানা গেছে, ৩৫ বছর বয়সে আবারও মা হতে চলেছেন ব্লেক। ইতিমধ্যেই তিন সন্তানের মা ‘গসিপ গার্ল’ খ্যাত এ অভিনেত্রী। জেমস, ইমেজ এবং বেটি নামের তিন সন্তান রয়েছে এ জুটির। তবে নতুন সদস্যের শীঘ্রই বাড়িতে আসা নিয়ে খুশির অন্ত নেই রায়ান-ব্লেকের সংসারে।

সম্প্রতি একটি বিদেশি পত্রিকার বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ব্লেক। সেখানেই নজরে আসে তার ‘বেবি বাম্প’। এ অনুষ্ঠানে বিভিন্ন পোজে ছবিও তুলতে গেছে এ অভিনেত্রীকে।

এর আগে, গত ডিসেম্বরে রায়ান জানিয়েছিলেন যে তিনি কিছু সময়ের জন্য অভিনয় থেকে দূরে থাকতে চান। কারণ তার কাছে সন্তানদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর সেই কারণেই এই সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন।

/এসএইচ

Exit mobile version