Site icon Jamuna Television

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

বান্দরবানে মাইন বিস্ফোরণে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ৩৫নং পিলারে এ ঘটনা ঘটে। আহত অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের মিয়ানমার সীমান্তের কাটাতার পারাপারের সময় মাইন বিস্ফোরণ হয়ে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা ডান পায়ে আঘাতপাপ্ত হন। এ সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, তুমব্রু এলাকার ৩৫নং পিলারের মিয়ানমার সীমান্তের কাটাতার পার হওয়ার সময় অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছে।

জেডআই/

Exit mobile version