Site icon Jamuna Television

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ক্ল্যারিজ হোটেলে লর্ড বেলিমোরিয়ার সাথে আলাপরত প্রধানমন্ত্রী।

বাংলাদেশের বিনিয়োগ সুবিধা ব্যবহার করে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের ক্ল্যারিজ হোটেলে লর্ড বেলিমোরিয়ার সাথে সাক্ষাতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সফরে সাক্ষাতের অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন লর্ড বিলিমোরিয়া। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন উন্নয়ন গবেষণা বিষয়ে তার সরকারের কার্যক্রম তুলে ধরেন। বাংলাদেশের টেকসই উন্নয়নসহ অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন লর্ড বিলিমোরিয়া।

এর আগে, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

/এসএইচ

Exit mobile version