Site icon Jamuna Television

রানি এলিজাবেথের কফিনের সামনে লুটিয়ে পড়লেন গার্ড (ভিডিও)

ছবি: সংগৃহীত

লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে রানি এলিজাবেথের কফিনের সামনে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এক গার্ড। বিব্রতকর এ ঘটনার ভিডিও এরইমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, কফিনের সামনে দায়িত্বরত কালো ইউনিফর্ম পরিহিত রয়েল গার্ডের এক সদস্য হঠাৎ পড়ে যান। পরে তাকে সাহায্যের জন্য দু’জন দৌড়ে আসেন।

আরও পড়ুন: দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় ৫ সিরিয়ান সেনা নিহত

প্রসঙ্গত, শ্রদ্ধা নিবেদনের জন্য চারদিন ওয়েস্টমিনিস্টার হলে থাকবে রানির শববাহী কফিন। পরে ১৯ সেপ্টেম্বর হবে রানির শেষকৃত্য। যাতে, অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র, সরকার প্রধান এবং তাদের প্রতিনিধিরা।

জেডআই/

Exit mobile version