Site icon Jamuna Television

দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান, মোদিকে পুতিনের আশ্বাস

ছবি: সংগৃহীত

যত দ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে এই আশ্বাস দেন রুশ প্রেসিডেন্ট।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসছিও) সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসেন এই দুই নেতা। এ সময় বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন মোদি-পুতিন। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ইউক্রেন ইস্যুটি।

বৈঠকে, ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান যুগ যুদ্ধের জন্য নয়। গণতান্ত্রিক প্রক্রিয়া, কূটনৈতিক প্রচেষ্টা এবং আলোচনার মাধ্যেমে যেকোনো সংকটের সমাধান করা উচিত বলে জানান নরেন্দ্র মোদি। এ সময় দ্রুত যুদ্ধ বন্ধের আশ্বাস দিয়ে পুতিন জানান, সংঘাত বন্ধের জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে মস্কো। তবে আলোচনার পরিবেশকে কিয়েভ অগ্রাহ্য করেছে বলেও অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট।

সূত্র: আল জাজিরা।

আরও পড়ুন: রানি এলিজাবেথের কফিনের সামনে লুটিয়ে পড়লেন গার্ড (ভিডিও)

জেডআই/

Exit mobile version