Site icon Jamuna Television

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত অন্তত ১২

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস উল্টে সাজ্জাত সরদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সাজ্জাত পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের হেমতুল্ল সরদারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০-১২ জন। আহতদের তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি পাইকগাছার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে তালার শাহপুর বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে বাসযাত্রী সাজ্জাত সরদার ঘটনাস্থলেই নিহত হন।

এনিয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, সড়কটি ভাঙা হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়। বাসের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসজেড/

Exit mobile version