প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এরই ধারাবাহিকতায় সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের নানা ভাষার কনটেন্ট।
হঠাৎ হাসপাতালে এক বিধ্বংসী হামলার ছক আঁটে কিছু উগ্রবাদী। ধ্বংসস্তূপের মধ্যেও একজন ঘুরে দাঁড়ায়। কিন্তু সে কি পারবে এ যুদ্ধ জয়ের নায়ক হতে? কয়েকটি পরিবার ও মানুষের বেঁচে থাকার লড়াই নিয়ে নির্মিত হয়েছে রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিকশন ‘নিঃশ্বাস’। দেশীয় প্লাটফর্ম চরকিতে ইতোমধ্যে মুক্তিও পেয়েছে এটি।
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বেলা শেষ’-এর প্রিকুয়েল ‘বেলা শুরু’। চলতি বছরের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তির পর ১৮ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্ম হইচই-এ। ফ্যামিলি-ড্রামা ঘরানার সিনেমায় শেষবারের মতো পর্দায় দেখা যাবে আলোচিত জুটি সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তকে।
১৯৮৪ সালের প্রেক্ষাপটে নির্মিত ‘যোগি’ সিনেমাটি মূলত তিন বন্ধুর গল্প। যারা দাঙ্গা থেকে নিজের শহরের মানুষকে বাঁচাতে জীবন বাজি রাখে। অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, আমায়রা দস্তুর। ১৬ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে সিনেমাটি দেখতে পাবেন দর্শক।
থ্রিলার সিরিজ ‘দহন’ এর গল্প শিলাসপুরা নামের এক অভিশপ্ত গ্রামকে ঘিরে। খনি খনন কোম্পানি ও গ্রামবাসীর বিবাদের কারণ জানতে গ্রামে হাজির হয় এক আইএএস কর্মকর্তা। এরপরই বেরিয়ে আসে গোপন সত্য। এতে অভিনয় করেছেন তিসকা চোপড়া, রাশেজ তাইলাং, সৌরভ শুক্লা। ১৬ সেপ্টেম্বর থেকে সিরিজটির স্ট্রিমিং শুরু হয়েছে ডিজনি প্লাস হটস্টারে।
ডেপুটি কালেক্টর রামা রাও, নতুন শহরে বদলি হওয়ার পরই তিনি নামেন সেখানকার অমীমাংসিত খুনের রহস্যের সমাধানে। এরপর বেরিয়ে আসতে থাকে একের পর এক তথ্য। তেলেগু মিস্ট্রি–অ্যাকশনধর্মী সিনেমা ‘রামা রাও অন ডিউটি’ ১৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম সনি লিভে।
২৩ সেপ্টেম্বর থেকে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে হলিউডের সবচেয়ে আলোচিত অভিনয়শিল্পী মেরিলিন মনরোকে। আসছে তাঁর দীর্ঘ প্রতিক্ষিত বায়োপিক ‘ব্লন্ড’। আইকনিক এ নায়িকাকে পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী আনা ডি আরমাস।
মহামারির সময়ে ওটিটি বাণিজ্য বেড়েছিল হুহু করে। বিদেশি প্লাটফর্মের সাথে দেশিয় অনেক নতুন ওটিটি প্লাটফর্ম যাত্রা শুরু করেছিল। কিন্তু সম্প্রতি দর্শকরা আবারও মুখ ফিরিয়ে নিচ্ছে ওটিটি থেকে। নেটফ্লিক্সের ব্যবসায় নেমেছে ধস। সিনেমা হলে আবারও ফিরছে সবাই। তবু এখনও ওটিটিতেই ভরসা রাখছে পরিচালক-প্রযোজক। ওটিটির ভবিষ্যৎ কতদূর, তা বলবে সময়।
/এসএইচ

