গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতেই চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের ডিসি (উপ-কমিশনার, উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন এডিসি (উত্তর) রেদোয়ান আহমেদ, এসি প্রসিকিউশন মো. ফাহিম আশজাদ ও গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম। তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে জেলা পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধনের সময় গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন দগ্ধ হন। রনি ছাড়া আহতরা সবাই পুলিশ সদস্য।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আবু হেনা রনি। বিকেলে গ্যাস বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আকাশে কিছুদূর উড়ার পর গ্যাস ভর্তি বেলুন মাটিতে আঁছড়ে পড়ে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে দগ্ধ হন আবু হেনা রনিসহ ৫ জন।
পরে আশপাশের পুলিশ সদস্যরা তাদের গায়ে পানি ঢেলে আগুন নেভায়। আহতদের তৎক্ষণাৎ গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। রনি ও অপর পুলিশ সদস্য জিল্লুর রহমানকে পাঠানো হয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুর রহমানের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তাদেরকে নিবিড় পরিচর্যার জন্য আইসিইউতে নেয়া হয়েছে।
এসজেড/

