Site icon Jamuna Television

চট্টগ্রামে বাণিজ্যিক জাহাজের সাথে সংঘর্ষে ডুবে যাওয়া বোটের ৪ মাঝি উদ্ধার

উদ্ধারকৃত ৪ মাঝি।

চট্টগ্রামে বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের সাথে সংঘর্ষে ডুবে যাওয়া বোটের ৪ মাঝিকে উদ্ধার করেছে নৌবাহিনী। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় চট্টগ্রাম বহিঃনোঙ্গরের ২নং বয়ার কাছে একটি বাণিজ্যিক জাহাজের সাথে সংঘর্ষে ডুবে যায় একটি বোট।

নৌবাহিনীর অ্যান্টি স্মাগলিং টিম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোটের ৪ মাঝির সকলকেই জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পর তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে পতেঙ্গায় আরআরবিতে উদ্ধারকৃত মাঝিদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে নৌবাহিনী।

/এসএইচ

Exit mobile version