Site icon Jamuna Television

পায়ে পাড়া দিয়ে ঝগড়ার চেষ্টা করছে বিএনপি: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। ফাইল ছবি।

পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে বিএনপি। যেকোনো মূল্যে সরকার পতনই তাদের লক্ষ্য; এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার (১৭ সেপ্টেম্বর‍) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলার এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। বলেন, নির্বাচন বাদ দিয়ে অন্য পথ খুঁজছে বিএনপি।

মাহবুব উল আলম হানিফ আরও বলেন, নির্বাচন সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করা হচ্ছে। ৩০ নভেম্বরের মধ্যে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে।

/এমএন

Exit mobile version