Site icon Jamuna Television

পঞ্চগড়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে থ্রি হুইলার উল্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে থ্রি হুইলার উল্টে সাবেরুল ইসলাম সাগর নামে এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী একই উপজেলার পামুলী ইউনিয়নের ডাংগীরহাট এলাকার মজিবুল ইসলামের ছেলে। এ বছর কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন সাগর।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে জোলার দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ মাটিয়াপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাগরসহ তার আরও কয়েকজন সহপাঠী ব্যাটারি চালিত থ্রি হুইলারে করে কালীগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ মাটিয়ার পাড়া এলাকায় কাঁচা রাস্তায় বেঁধে রাখা ছাগলকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে থ্রি হুইলারটি উল্টে যায়। এতে সাগর গুরুতর আহত হয়। পরে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। এ সময় থ্রি হুইলারে থাকা ১০ জন পরীক্ষার্থীর মধ্যে চারজন গুরুতর আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষায় অংশ নেন।

থ্রি হুইলার উল্টে ওই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসজেড/

Exit mobile version