Site icon Jamuna Television

‘বিশ্ব বাজারে কমলেও ডলার ও পরিবহন খরচ বাড়ায় তেলের দাম কমানো যাচ্ছে না’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, বিশ্ব বাজারে তেলসহ অন্যান্য পণ্যের দাম কমলেও ডলার ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম কমানো যাচ্ছে না।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ওভারসিস করস্পন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশের (একাব) সাথে মিট দ্য প্রেসে এমনটা জানান তিনি। বলেন, বৈশ্বিক পরিস্থিতি থেকে চাইলেই বের হওয়া সম্ভব নয়। তাই আমদানি কমাতে বলা হয়েছে। যার কিছু প্রভাব বাজারে পড়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, সরকার এখন কৃষির ওপর জোর দিচ্ছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ২০২৬ সালে একশ বিলিয়ন ডলার রফতানি করতে চায় বাংলাদেশ। ভারত থেকে প্রচুর কাচামাল আমদানি করা হয় বলে রফতানি বাড়লেও বাণিজ্য ঘাটতি কমবে না।

/এমএন

Exit mobile version