ভারতের পর বিদেশেও বিপাকে পড়েছে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত সিনেমা ‘থ্যাঙ্ক গড’। এবার কুয়েতে সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কুয়েতের সেন্সর বোর্ড জানিয়েছে, দেশটিতে এই সিনেমা মুক্তি দেয়া যাবে না।
তবে, কেনো এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে, সে ব্যাপারে এখন পর্যন্ত তেমন কিছুই জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, সিনেমার বিষয়বস্তু নিয়ে কুয়েতিদের একাংশের বেশ আপত্তিই রয়েছে।
গত ৯ সেপ্টেম্বর মুক্তি পায় ‘থ্যাঙ্ক গড’সিনেমার ট্রেলার। তারপর থেকেই বিতর্কের মুখে পড়ে সিনেমাটি। ইতোমধ্যেই সিনেমাটির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে।
বেশিরভাগ অভিযোগে বলা হয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাতের কথা। ভারতের উত্তর প্রদেশের জওনপুর আদালতে সিনেমাটির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব। তার অভিযোগ, সিনেমার ট্রেলারেই হিন্দু ধর্ম নিয়ে মশকরা করা হয়েছে। পাশাপাশি হিন্দু ধর্মের মানুষদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।
ইন্দ্র কুমার পরিচালিত ‘থ্যাঙ্ক গড’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৫ অক্টোবর। সিদ্ধার্থ মালহোত্রা এই প্রথমবার অজয় দেবগনের সাথে সিনেমায় কাজ করলেন। আর তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাকুল প্রীত সিং।
/এসএইচ

