
ছবি: সংগৃহীত
ইউক্রেনে এখনও পুরোপুরি আক্রমণ শুরু হয়নি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে দেয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন পুতিন। খবর বিবিসির।
পুতিন বলেন, আমি তোমাদের (ইউক্রেন) মনে করিয়ে দিতে চাই যে ইউক্রেনে এখন কেবল পেশাদার রুশ সেনারাই যুদ্ধ করছে। আর আক্রমণ এখনও পুরোপুরি শুরু হয়নি। ইউক্রেনের পাল্টা হামলা আমাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনতে পারবে না। ইউক্রেনে রাশিয়া এখন পর্যন্ত তার পূর্ণ শক্তি প্রয়োগ করেনি।
এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, গত ছয় দিনে তারা খারকিভের আট হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখলে নিয়েছে। এটিকে নিজেদের বিশেষ কৃতিত্বও মনে করছেন তারা।
এর প্রতিক্রিয়ায় পুতিন বলেন, আমি তাড়াহুড়ো করতে চাই না। দোনবাসে হামলার প্রক্রিয়া এখনও চলছে। ইউক্রেনীয়দের পাল্টা হামলা আমাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনতে পারবে না। ইউক্রেন আক্রমণ অব্যাহত রাখলে আরও গুরুতর হামলার হুঁশিয়ারিও দেন পুতিন।
প্রসঙ্গত, পূর্ব ইউক্রেনের দোনবাস রাশিয়ার আক্রমণের মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে পুতিনের দাবি, গণহত্যা থেকে রুশ মুখপাত্রদের রক্ষা করতেই এ হামলা চালানো জরুরি হয়ে উঠেছে।
/এসএইচ



Leave a reply