Site icon Jamuna Television

অংশগ্রহণমূলক নির্বাচনের সঙ্গে ইভিএম সাংঘর্ষিক নয়: এডিটরস গিল্ডের আলোচনায় বক্তারা

অংশগ্রহণমূলক নির্বাচনের সঙ্গে ইভিএম সাংঘর্ষিক নয় বলে মন্তব্য বিশিষ্টজনদের। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এডিটরস গিল্ড আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তারা।

তবে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের এই সময়ে বড় আকারের অর্থ ব্যয় করে ইভিএম ব্যবহার ঠিক হবে কিনা সে প্রশ্ন তুলেন কেউ কেউ। আলোচনায় অধ্যাপক জাফর ইকবাল বলেন, ইভিএম দূরনিয়ন্ত্রিত কোনো যন্ত্র নয়। একে প্রভাবিত করার সুযোগ নেই।

আলোচনায় বক্তারা বলেন, ভারতে ভিবিপ্যাড যুক্ত করে ইভিএমকে প্রশ্নবিদ্ধ হওয়া থেকে রক্ষা করা হয়েছে। তবে দেশে ব্যবহৃত ইভিএমে ভিবিপ্যাড না থাকলেও পুনর্গণনা করার সুযোগ আছে বলে জানান সংশ্লিষ্টরা। অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে রাজনৈতিক লেভেল প্লেইং ফিল্ড দরকার বলে মন্তব্য করেন বক্তারা।

/এমএন

Exit mobile version