Site icon Jamuna Television

রাজা চার্লসের অনুরোধে রানির শেষকৃত্যে প্রিন্স হ্যারি

ছবি: সংগৃহীত

রাজপদবী ত্যাগ করার পর প্রথমবারের মতো সামরিক পোশাকে দেখা যাবে প্রিন্স হ্যারিকে। দুই বছর পর আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) সামরিক পোশাক পরতে যাচ্ছেন হ্যারি। সামরিক পোষাক পরে রানির শেষকৃত্যে অংশ নেবেন তিনি। বিবিসির খবরে বলা হচ্ছে, রাজা চার্লসের অনুরোধেই এমন সিদ্ধান্ত নিয়েছেন হ্যারি।

রানির মৃত্যুর পর এ পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে সাধারণ পোশাকেই দেখা গেছে হ্যারিকে। তবে রানির শেষ বিদায়ে বাকি সবার সাথে রাজপরিবারের রীতি পালনে সম্মত হয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০২০ সালে রাজপদবী ত্যাগ করেন রাজা চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি। স্ত্রী মেগান মার্কেল ও দুই সন্তানসহ বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকেন তিনি।

/এসএইচ

Exit mobile version