Site icon Jamuna Television

আন্তর্জাতিক নদী আইনে স্বাক্ষরের আহ্বান আনু মুহাম্মদের

অবিলম্বে বাংলাদেশকে আর্ন্তজাতিক নদী আইনে স্বাক্ষর করে ভারতকেও স্বাক্ষরে চাপ সৃষ্টি করার মাধ্যমে নদী সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন। বলেন, বাস্তবের কাঁটাতারের চেয়ে সম্পর্কের কাঁটাতার ভয়ঙ্কর।

সংবাদ সম্মেলনে বক্তারা ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সমঝোতা স্মারকের কঠোর সমালোচনা করেন। বাংলাদেশ-ভারতের সীমান্ত সম্পর্কের ক্ষেত্রে সরকারি পর্যায়ে যে বন্ধুত্ব দেখা যায়, জনপরিসরে তার বিপরীত চিত্র দেখা যায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়রে শিক্ষক অধ্যাপক তানজীম। ভারতের ওপর বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানির র্নীভরশীলতার সমালোচনা করেন অধ্যাপক মোশাহিদা সুলতানা।

/এমএন

Exit mobile version