Site icon Jamuna Television

বেনাপোল সীমান্তে ২০টি স্বর্ণের বারসহ ১ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বেনাপোলের গোগা সীমান্ত থেকে ২০ পিস স্বর্ণের বারসহ রিদয় হোসেন (২৫) নামের এক পাচারকারীকে আটক করেছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোলের পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে ২০ পিস স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক স্বর্ণ পাচারকারী রিদয় হোসেন বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার চালান ভারতে পাচার করছে। সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ রিদয় হোসেনকে আটক করে। আটক স্বর্ণের বাজার মূল্য ২ কোটি টাকা বলে বিজিবি জানায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ (পিএসসি) জানান, ভারতে পাচারের সময় বিজিবির সদস্যরা ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ রিদয় হোসেন নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এটিএম/

Exit mobile version