Site icon Jamuna Television

অবৈধভাবে এসএসসি পরীক্ষার্থীদের সহযোগিতার অভিযোগে ২ মাদরাসা শিক্ষককে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসায় চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষায় অবৈধভাবে পরীক্ষার্থীদের সহযোগিতা করার অপরাধে দুই মাদ্রাসা শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ সেপ্টেম্বর) গণিত পরীক্ষা চলাকালীন সময়ে তাদের এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।

অভিযুক্তরা হলেন, পৌর এলাকার নান্দিকাঠি নিবাসী মো. মাইনুল ইসলাম (৩৮) ও বরিশাল উপজেলার মো. মিরাজ হোসেন (২৬)। অভিযুক্তরা তাদের ভুল স্বীকার করেন এবং আগামীতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন, দুইজন বহিরাগত পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে পরীক্ষার্থীদের সহযোগিতা করছিলো। তাদের আটক করা হলে তারা নিজেদের ভুল স্বীকার করে। এ ঘটনায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে।

এটিএম/

Exit mobile version