Site icon Jamuna Television

জয়পুরহাটে নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে শয়নকক্ষ থেকে মোস্তাকিম নামে গলায় ফাঁস দেয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভাদশা বড় মাঝিপাড়া এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত মোস্তাকিমের স্ত্রী রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত ব্যক্তি মাঝিপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

নিহতের পরিবার ও স্বজনরা জানান, গত ২ মাস আগে পাশের উপজেলা ধামুরহাট এলাকার মানপুর গ্রামের বাবু সরদারের মেয়ে রিয়ার সাথে মোস্তাকিমের বিয়ে হয়। শ্বশুর বাড়িতে রিয়া এসে পারিবারিক কলহ করে বাবার বাড়িতে চলে যায়। এর পর গতকাল শুক্রবার পারিবারিকভাবে উভয় পক্ষের সম্মতিতে বৈঠক করে রিয়াকে মোস্তাকিমের বাড়িতে নিয়ে আসা হয়। রাতে খাওয়া দাওয়ার পর মোস্তাকিম তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে দেড়টার দিকে রিয়ার চিৎকারে শ্বশুর-শাশুড়ি ও প্রতিবেশীরা এসে দেখেন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো মোস্তাকিমের ঝুলন্ত লাশ।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সরোয়ার আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে। অভিভাবক এলে তাদের জিম্মায় দেয়া হবে। এদিকে এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।

এটিএম/

Exit mobile version