Site icon Jamuna Television

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে গণহত্যার অভিযোগ ইইউ’র

খারকিভের ইজিউমে গণকবরের সন্ধান। ছবি: সংগৃহীত

ইউক্রেনে গণহত্যার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার চায় ইউরোপীয় ইউনিয়ন। ইজিউমে গণকবরের সন্ধান মেলার জেরে এমন দাবি জানিয়েছে ইউরোপীয় জোট।

শনিবার (১৭ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় ইইউ প্রেসিডেন্সি প্রধান জ্যান লিপাভস্কি বলেন, ইউক্রেনের জনগণের ওপর যে নৃশংসতা হয়েছে তা অকল্পনীয়। এ ধরনের ঘটনা এড়িয়ে যাওয়ার উপায় নেই। দ্রুত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান তিনি। সেই সাথে, সব যুদ্ধাপরাধের শাস্তির দাবি জানান তিনি।

ছবি: সংগৃহীত

সম্প্রতি খারকিভের ইজিউমে সন্ধান মেলে প্রায় সাড়ে চারশ’ মানুষের গণকবর। বিভিন্ন দেহাবশেষের ফরেনসিক রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ নির্যাতনের তথ্য। কিয়েভ জানায়, অনেককে হাত পা বাঁধা অবস্থায় গুলি করে হত্যার পর লাশ মাটি চাপা দেয়া হয়। অনেক মরদেহেই আঘাত এবং হাড় ভাঙার প্রমাণ মিলেছে।

আরও পড়ুন: আজই জাপানে আছড়ে পড়তে পারে টাইফুন ‘নানমাদোল’, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

/এম ই

Exit mobile version