Site icon Jamuna Television

ইপিএলে এসেই মাস সেরা খেলোয়াড় আর্লিং হাল্যান্ড

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হাল্যান্ডের অবস্থা যেন এলাম, দেখলাম, জয় করলাম। আগস্ট মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন এই ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার। ম্যানচেস্টার সিটির হয়ে গত ছয়টি ম্যাচেই গোল পেয়েছেন হাল্যান্ড।

২২ বছর বয়সী এই নরওয়েজিয়ান তরুণ বরুশিয়া ডর্টমুন্ড থেকে ৫১ মিলিয়ন ইউরোর বিনিময়ে চলতি গ্রীষ্মের দলবদলে সিটিতে যোগ দেন। সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত সিটির হয়ে ১১ ম্যাচে ১৪ গোল করেছেন হাল্যান্ড। এর মধ্যে প্রথম মাসেই করেছেন ৯ গোল।

লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচেই দুই গোল করেছিলেন তিনি। এরপর ইতিহাদ স্টেডিয়ামে পরপর দুটি হ্যাটট্রিক করেছেন হাল্যান্ড। গত বছর ডিসেম্বরে রাহিম স্টার্লিংয়ের পর প্রথম সিটি খেলোয়াড় হিসেবে হাল্যান্ড মাস সেরা মনোনীত হলেন।

আরও পড়ুন: ম্যানসিটি ও টটেনহ্যামের বড় জয়, টানা ৩ ড্রয়ের পর হেরেছে বায়ার্ন

/এম ই

Exit mobile version