Site icon Jamuna Television

খেলা শেষে গ্যালারি পরিষ্কার করলো জাপানের সমর্থকরা

কলম্বিয়া-জাপানের খেলা শেষে গ্যালারি পরিষ্কার করলো জাপানের সমর্থকরা। যদিও গত ম্যাচে জাপান কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে জাপান। জয়ের উল্লাসে নোংরা তো করলোই না বরং স্টেডিয়াম পরিষ্কার করে জয় উদযাপন করে।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, খেলা শেষ হওয়ার সাথে সাথে জাপানের সমর্থকরা তাদের সিটের আশে পাশের আবর্জনা যেমন, বিভিন্ন খাবারের প্যাকেট, বোতল ইত্যাদি ওয়েস্ট বক্সে রাখেন। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় পেয়েছেন তেমন রাখার চেষ্টা করে এসব সমর্থকরা।

অবশ্য এটাই জাপানিরা প্রথমবার করেন নাই এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে তারাও খেলা শেষে গ্যালারি পরিষ্কার করেছিলো।

এদিকে গতকাল সেনেগাল সমর্থকরাও জয়ের উল্লাসের সাথে সাথে নিজেদের ময়লাগুলোর সঙ্গে অন্যের ময়লাগুলোও পরিষ্কার করে আসেন তারা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী পোল্যান্ডকে ২-১ গোলে হারায় আফ্রিকার দেশ সেনেগাল।

Exit mobile version