Site icon Jamuna Television

গোপালগঞ্জে শিশু হত্যার দায়ে কথিত নারী কবিরাজের আমৃত্যু কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিবন্ধী শিশু মো. নূর ইসলাম (৯) হত্যা মামলায় কথিত নারী কবিরাজ মোসা. আকলিমা খাতুনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। নিহত শিশু নূর ইসলাম কানুড়িয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ৯ মার্চ সকালে ওই শিশুকে জ্বীনে ধরেছে দাবি করে কুমার নদীতে চুবিয়ে ও মাথায় আঘাত করে তাকে হত্যা করে আকলিমা খাতুন। পরে খবর পেয়ে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি কথিত নারী কবিরাজ আকলিমা খাতুন পলাতক ছিলেন।

এসজেড/

Exit mobile version