Site icon Jamuna Television

বৃষ্টির সম্ভাবনা কম তবে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে: আবহাওয়া অধিদফতর

রোববার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে এদিন বিকেল পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তবে সারাদেশে মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় থাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না বলে উল্লেখ করেছে আবহাওয়া অফিস। জানায়, বিকেলের দিকে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে।

এছাড়া, সারাদেশে বৃষ্টিপাত ও মেঘলা আবহাওয়ার সম্ভাবনা কম। আকাশ দ্রুত স্বচ্ছ হয়ে উঠছে। গত কয়েক দিন লঘুচাপের কারণে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি, দমকা হাওয়া দেশের সব বিভাগ থেকে সরে যাচ্ছে। দেশের আকাশ স্বচ্ছ ও ঝলমলে হতে শুরু করেছে।

তবে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের ৮ বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে।

/এমএন

Exit mobile version