Site icon Jamuna Television

ফেসবুকে মহানবীকে (স) কটূক্তি করে গ্রেফতার ১

ঝিনাইদহ প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদকে (স) কটূক্তি করার অভিযোগে ঝিনাইদহে একজনতে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিংয়ে তাকে গ্রেফতারের কথা জানান জেলা পুলিশ সুপার আশিকুর রহমান। এক ব্যক্তির করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছেন তারা।

পুলিশ সুপার জানান, অভিযুক্ত রাজধানীর একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত ১৬ সেপ্টেম্বর এক ব্যক্তির ফেসবুক পোস্টে মহানবীকে (স) নিয়ে কুরুচি এবং বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন তিনি। মুহূর্তেই এর স্ক্রিনশট ইন্টারনেটে ছড়িয়ে পড়লে শনিবার হরিণাকুণ্ডু ইমাম পরিষদের একজন নেতা বাদি হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা দায়ের করেন।

/এডব্লিউ

Exit mobile version