Site icon Jamuna Television

ক্রিকেটার আল আমিনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি:

নারী নির্যাতনের অভিযোগে ক্রিকেটার আল আমিন হোসেনকে অবিলম্বে গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন আলামিন হোসেনের স্ত্রী নুসরাত মিশুর স্বজন ও এলাকাবাসী। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শৈলকুপা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন আয়োজিত হয়।

মানববন্ধনে দীর্ঘদিন ধরে স্ত্রী মিশুর ওপর নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার দুই ছেলের ভরণপোষণের দাবি করেন তারা। মানববন্ধনে স্থানীয় কাঁচেরকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন, আল আমিনের শ্বশুর ছবিবর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন বলেন, আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রীকে নির্যাতনের যে অভিযোগ উঠেছে তা অবিলম্বে তদন্ত করে তাকে বিচারের আওতায় আনা হলেই বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি রক্ষা করা সম্ভব।

/এডব্লিউ

Exit mobile version