Site icon Jamuna Television

শামির পরিবর্তে ২ বছর পর টি-টোয়েন্টিতে উমেশ

ছবি: সংগৃহীত

ইনজুরি কাটিয়ে দেশে ফিরেই জাতীয় দলে ডাক পেয়ে গেলেন উমেশ যাদব। পেসার মোহাম্মদ শামি করোনায় আক্রান্ত হওয়ার কারণে অস্ট্রেলিয়া সিরিজে তার পরিবর্তে জায়গা হয়েছে উমেশের।

এবার টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে মাঠে নামলে প্রায় ২ বছর পর এই ফরম্যাটে খেলা হবে উমেশ যাদবের। চোটের কারণে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ছেড়ে ফিরে যেতে হয়েছিল উমেশকে। বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে হওয়ার কথা তার পুনর্বাসন প্রক্রিয়া।

আইপিএলের সবশেষ আসরে পাওয়ার প্লেতে সেরা বোলারের তালিকায় অন্যতম নাম ছিল উমেশ যাদব। কিন্তু জাতীয় দলে যাওয়া-আসার মধ্যেই ছিলেন তিনি। আর তাই, এবারের ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজে অনেকেরই নজর থাকবে উমেশের উপর।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত শামি, ছিটকে গেলেন অস্ট্রেলিয়া সিরিজ থেকে

/এম ই

Exit mobile version