Site icon Jamuna Television

পৃথক ক্যাম্পে দুই রোহিঙ্গা যুবক খুন

কক্সবাজার প্রতিনিধি:

টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এছাড়া উখিয়া ক্যাম্পে আরও এক রোহিঙ্গা যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) ভোরে এক দল সন্ত্রাসী মো. ইলিয়াস নামের ওই রোহিঙ্গাকে বাসা থেকে বের করে পিটিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা জানায়, ভোররাতে কয়েকজন তাকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরে মৃত্যু নিশ্চিত করে তারা পাহাড়ের দিকে চলে যায়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ইলিয়াস একসময় ডাকাত সালমান শাহ গ্রুপের সদস্য ছিল। তবে পরে সে ওই গ্রুপ থেকে বের হয়ে যায়, থানায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী জানান, রাত তিনটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মো. জোহার (২০) নামে এক যুবককে দোকান থেকে বের করে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version