Site icon Jamuna Television

মেসির পাশেই আছেন স্ত্রী রোকুজ্জো

পেনাল্টি মেসি আগেও মিস করেছেন। তবে, বিশ্বকাপে এই প্রথম এমন দুঃস্বপ্নের মুখোমুখি হলেন। এ কারণে আইসল্যান্ডের বিপক্ষে জয় বঞ্চিত থাকতে হয়েছে আর্জেন্টিনাকে। এরপর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে মেসিকে। তবে, পাশে দাঁড়িয়েছেন সতীর্থরা। এবার স্ত্রী আন্তনেল্লা রোকুজ্জোকেও পাশে পেলেন আর্জেন্টাইন সুপারস্টার। স্বামীর কঠিন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রোকুজ্জো পোস্ট করেন, সবসময় তোমার পাশে আছি। এখন আরও বেশি করে থাকব।

নিজের পরিবারের ছবি সংবলিত লেখাটি পোস্ট করার পর উত্তর পেতে দেরি হয়নি রোকুজ্জোর। মেসি সেই ছবির নিচে কমেন্ট করে বলেন, ‘সুন্দর! আমি তোমাকে ভালোবাসি।’

বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে আগামীকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে এই ম্যাচ জয়ের খুব বেশি বিকল্প নেই। এমন সময়ে রোকুজ্জোর শুভকামনা নিশ্চয় বাড়তি অনুপ্রেরণা যোগাবে মেসিকে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version