Site icon Jamuna Television

রিশাভ নয়, ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন; দাবি উর্বশীর

ছবি: সংগৃহীত

আবারও আলোচনায় উর্বশী রাওটেলার সাথে রিশাব পান্তের কথা কাটাকাটি। সম্প্রতি এক ইন্টারভিউতে উর্বশীর ক্ষমা চাওয়া নিয়ে আবার এই বিষয় নিয়ে সরব নেটিজেনরা। তবে উর্বশী দাবি করেছেন, রিশাভ পান্ত নয়; বরং তার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

এর আগে, টুইট যুদ্ধে মেতেছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওটেলা ও ক্রিকেটার রিশাভ পান্ত। ২০১৮ সালে চাউড় হয়েছিল এই দুইজনের প্রেমের খবর। এক ইন্টারভিউতে উর্বশী জানান, রিশাব তার সাথে দেখা করতে বাসার নিচে দাঁড়িয়েছিলেন। এরপর থেকেই শুরু হয়েছিল রিশাভ ও উর্বশীর টুইট যুদ্ধ।

https://twitter.com/Worldpak2/status/1570315665382178818?s=20&t=v6amsk7x3eSauOfgfyY33w

আরও পড়ুন: ‘উর্বশী কে সেটাই তো জানি না’, নাসিমকে জবাব দিলেন উর্বশী

এবার ইন্টারভিউতে বিষয়টি নিয়ে ক্ষমা চান উর্বশী। যদিও এক ঘণ্টার মধ্যেই তিনি আবার জানান রিশাভের কাছে নয়, বরং তার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এ নিয়ে অবশ্য কোনো প্রতিক্রিয়া দেখাননি রিশাভ।

আরও পড়ুন: নাসিম শাহের ভিডিও শেয়ার করে ট্রোলের শিকার উর্বশী

/এম ই

Exit mobile version