Site icon Jamuna Television

পাসপোর্ট করার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতেই জানা গেল তারা রোহিঙ্গা

মানিকগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছেন দুই রোহিঙ্গা নারী-পুরুষ। রোববার (১৮ সেপ্টেম্বর) মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ ও পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা জানান, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের মাধ্যমে পাসপোর্ট করতে এসেছিলেন হুমাইরা নামে এক নারী। এসময় তার সঙ্গে ছিলেন আবু তাহের নামে আরেক রোহিঙ্গা যুবক।

সিংগাইরের চান্দহুরের বাসিন্দা দেখিয়ে হুমাইরা তাসমিন বেগম পরিচয়ে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। সকালে ইউনিয়ন পরিষদের প্রত্যায়ন এবং জন্মসনদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আসেন। তবে ফিঙ্গারপ্রিন্ট দেয়ার সময় রোহিঙ্গা হিসাবে শনাক্ত হন তারা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়।

আটকরা জানান, তারা দালালের মাধ্যমে ১ লাখ টাকা চুক্তিতে পাসপোর্ট করতে আসেন। ইতোমধ্যে ৬০ হাজার টাকা পরিশোধও করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দালালচক্রকেও আইনের আওতায় আনা হবে।

/এডব্লিউ

Exit mobile version