Site icon Jamuna Television

‘মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে’

মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতেই হবে বলে মন্তব্য করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশটির প্রতি আহবান জানানো হয়েছে।

কক্সবাজারে সংস্থার স্থানীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে গ্রান্ডি বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সহিংসতা চালিয়েছে। এই সহিংসতার ক্ষত কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। এই মুহূর্তে রোহিঙ্গাদের মনস্তাত্বিক চিকিৎসা প্রয়োজন বলেও জানান তিনি।

ইউএনএইচসিআর প্রধান বলেন, সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখে মর্মাহত গোটা বিশ্ব। গ্রান্ডি তিন দিনের সফরে শুক্রবার বাংলাদেশে এসেছেন। আজও কক্সবাজার থাকবেন তিনি। কাল ঢাকায় উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

Exit mobile version