Site icon Jamuna Television

টয়লেটে রাখা ভাত খাচ্ছেন ভারতের কাবাডি খেলোয়াড়রা, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

টয়লেটে পড়ে আছে ভাত, সেখান থেকে খাবার নিয়ে খেতে হয় ভারতের ২০০ জন কাবাডি খেলোয়াড়কে। অবিশ্বাস্য হলেও এমন বিরল ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের শাহারানপুর স্টেডিয়ামে। সম্প্রতি অস্বস্তিকর এই পরিবেশের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে জেলা ক্রীড়া কর্তৃপক্ষ।

ভিডিওতে দেখা যায়, নোংরা অস্বাস্থ্যকর এক টয়লেট। দরজার সামনে বড় এক ভাতের থালা। একটু ভেতরের দিকে মেঝেতে একটি কাগজ সেটির ওপর রাখা পুরি। আর সেখান থেকেই ভাত নিয়ে খাচ্ছেন কাবাডি খেলোয়াড়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় জানান তাদের করুণ পরিস্থিতির কথা। টয়লেটের মেঝে থেকে খাবার তুলেই গ্রহণ করতে হয় দুপুরের আহার। বলেন, ইটের চুলায় রান্না করা হয় আমাদের খাবার। এরপর বড় একটি থালায় ভাত উঠিয়ে রাখা হয় টয়লেটের মেঝেতে। আবার একটি কাগজের উপর রাখা হয় বেঁচে যাওয়া পুরি। সবাইকে সেখান থেকেই দুপুরের খাবার খেতে হয়।

জেলা ক্রীড়া কর্মকর্তাকে এসব বিষয়ে প্রশ্ন করা হলে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেন তিনি। অনিমেষ সাক্সেনা নামে শাহারানপুর স্টেডিয়ামের সেই কর্মকর্তা বলেছেন, খেলোয়াড়দের ভালো মানের খাবার পরিবেশন করা হয়। প্রতিবার তাদের দেয়া হয় ভাত, ডাল আর সবজি। এসব খাবার রান্না করা হয় সুইমিং পুলের কাছে বড় একটি ইটের চুলায়।

শুক্রবার থেকে শুরু হয়েছে তিনদিনের প্রাদেশিক অনূর্ধ্ব-১৭ নারী কাবাডি টুর্নামেন্ট। অনশগ্রহণ করা প্রায় ২০০ জন খেলোয়াড়কে নিয়মিত খাবার খেতে হচ্ছে এ রকম অস্বাস্থ্যকর পরিবেশে।

জেডআই/

Exit mobile version