Site icon Jamuna Television

সুকেশ ভালো নয় বুঝতে পেরে আগেই জ্যাকুলিনকে সতর্ক করেছিলেন সালমান-অক্ষয়

২০০ কোটি টাকার তছরুপ মামলার তদন্ত যতো সামনের দিকে এগোচ্ছে। জ্যাকুলিন ও সুকেশের সম্পর্কের নানা তথ্য ততোই সামনে আসছে। এরই মধ্যে অর্থ তছরুপ মামলার তদন্তকারী কর্মকর্তারা জানতে পেরেছেন, সুকেশের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে জ্যাকুলিনকে আগেই সতর্ক করেছিলেন বলিউডের দুই সুপার হিরো সালমান খান ও অক্ষয় কুমার।

জ্যাকুলিনকে সুকেশ বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এমন খবর জানার পর সালমান-অক্ষয় নিজে জ্যাকুলিনকে সুকেশের সাথে মেলামেশা না করতে অনুরোধ করেছিলেন। কিন্তু জ্যাকুলিন তাদের সতর্কবাণীতে কর্ণপাত না করে মেলামেশা চালিয়ে গেছেন।

তদন্তকারী কর্মকর্তাদের দাবি, সুকেশকে জ্যাকুলিন স্বপ্নের পুরুষ বলে ভাবতেন। আর তাই সুকেশের সম্পর্ক সবকিছু জানার পরও তিনি যোগাযোগ চালিয়ে গেছেন।

গেলো বুধবার দিল্লি পুলিশের আর্থিক দমন শাখায় জ্যাকুলিনকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, জ্যাকুলিনকে প্রভাবিত করার চেষ্টা করতেন সুকেশ। এ জন্য নায়িকার ম্যানেজারকেও দামি গাড়ি উপহার দিয়েছিলেন তিনি। সেই গাড়ি পরে বাজেয়াপ্ত করা হয়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এটিএম/

Exit mobile version