Site icon Jamuna Television

ফুটবল বিশ্বকাপে লাইভে থাকা নারী সাংবাদিককে চুমু!

রাশিয়ায় বিশ্বকাপ ফুটবলের রিপোর্ট করার সময় লাইভে থাকা এক সাংবাদিককে চুমু খেয়েছেন একজন দর্শক। চুমু খেয়ে মানুষের ভিড়ের মাঝে পালিয়ে যায় লোকটি। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়। মহিলা সাংবাদিকের ওপর এমন ঘটনায় নিন্দার ঝড় বয়েছে বিশ্বজুড়ে।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, কলোম্বিয়ার সাংবাদিক জুলিয়েথ গঞ্জালেজ থেরান বিশ্বকাপ কভার করতে রাশিয়ায় রয়েছেন। জার্মান চ্যানেল ডয়েস ওয়েলের হয়ে সারাঙ্ক থেকে যখন তিনি সরাসরি রিপোর্ট করছিলেন ঠিক সেই সময় এক ব্যক্তি ক্যামেরার ফ্রেমে ঢুকে গিয়ে তাঁর গালে চুমু খান। যা নিয়ে রীতিমতো অস্বস্তি পড়ে যান জুলিয়েথ।

পরে জুলিয়েথ এই ভিডিওটি তার ইন্সটাগ্রামে আপলোড দিয়ে এ লোকটিকে খুঁজছেন। তব সেই লোকটির এখনও পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি।

Exit mobile version