Site icon Jamuna Television

২০২০ সালে বাংলাদেশে আসছে অজিরা

বাংলাদেশে আবারও টেস্ট সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অজিরা। আর ২০২২ সালের অক্টোবর-নভেম্বরের আগে ভারতে কোনো টেস্ট সিরিজ খেলতে যাবে না তারা। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। আইসিসি এফটিপি প্রকাশের পর ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের আগামী ৫ বছরের টেস্টের সূচি জানিয়েছে।

২০২০ সালে হোম কন্ডিশনে আফগানিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া, দীর্ঘ ৩২ বছর পর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ‘বক্সিং ডে’ টেস্ট খেলার সুযোগ পাচ্ছে নিউজিল্যান্ড। সবশেষ, ১৯৮৭ সালে তারা ‘বক্সিং ডে’ টেস্ট খেলার সুযোগ পেয়েছিল।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে ২ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসে অজিরা। ঢাকার প্রথম টেস্টটা অস্ট্রেলিয়া হেরে যায় ২০ রানে। চট্টগ্রামের দ্বিতীয় টেস্টে জয় পায় তারা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version