Site icon Jamuna Television

মাদ্রিদ ডার্বিতে শেষ হাসি রিয়ালের

মাদ্রিদ ডার্বির হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরলো লস ব্লাঙ্কোস।

এদিন ঘরের মাঠে দারুণ আক্রমণাত্মক শুরু করে অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু ফিনিশিং দুর্বলতায় গোলের দেখা পায়নি দলটি। উল্টো ম্যাচের ১৮ মিনিটে রিয়ালকে লিড এনে দেন রদ্রিগো। আক্রমণের গতি ধরে রেখে ম্যাচের ৩৬ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলে আনচেলত্তি শিষ্যরা। স্কোর শিটে নাম তোলেন উরুগুয়ের মিডফিল্ডার ভালভার্দে।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে অ্যাটলেটিকো। কিন্তু রিয়ালের জমাট রক্ষণে খেই হারিয়ে ফেলে দলের ফিনিশাররা। ৮৩ মিনিটে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার ভুলের সুযোগ কাজে লাগিয়ে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান এরমাসো।

ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে এরমাসো মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় অ্যাটলেটিকো। সেইসাথে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে সিমিওনের শিষ্যরা।

/এমএন

Exit mobile version