Site icon Jamuna Television

মেসির গোলে অলিম্পিক লিঁওকে হারিয়েছে পিএসজি

লিওনেল মেসির করা একমাত্র গোলে অলিম্পিক লিঁওকে ১-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষে আছে গালটিয়ের শিষ্যরা।

লিঁওর মাঠে শুরুতেই দাপট দেখায় পিএসজি। নেইমার-মেসির ওয়ান-টু-ওয়ানে আসে সাফল্য। স্কোরশিটে নাম তোলেন লিওনেল মেসি। ১৪ মিনিটে তার আরও একটি প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক লোপেজ। ২১ মিনিটে লাকাজেতের হাস্যকর মিসে সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের।

বিরতির পর মেসির শট গোললাইন থেকে প্রতিহত করেন লুকেবা। ৭২ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন নেইমার। ম্যাচের অতিরিক্ত সময়ে মেসির নেয়া ফ্রি-কিক শট প্রতিহত হয় ক্রসবারে। ফিরতি বল সার্জিও রামোস জালে জড়ালেও তা অফসাইডে বাতিল হয়। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

/এমএন

Exit mobile version