Site icon Jamuna Television

মূল ফটকে তালা দিয়েছে চবি ছাত্রলীগের একাংশ, বন্ধ করে দিয়েছে শাটল

কমিটি পুনর্গঠনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে ছাত্রলীগের একাংশ।

৩ দফা দাবিতে সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ত্যাগী কর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মূল ফটকে তালা দেয়ার পাশাপাশি আটকে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী শাটল ট্রেনও। ট্রেন আটকে দেয়ায় নগরীর ষোলশহর ও বটতলী স্টেশনে আটকা পড়েছেন কয়েক হাজার শিক্ষার্থী। অবরোধের কারণে শিক্ষক ও স্টাফ বাসগুলোও বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারেনি। ক্লাস এবং পরীক্ষা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

/এডব্লিউ

Exit mobile version