Site icon Jamuna Television

সাতক্ষীরায় মানসিক অপ্রকৃতিস্থ স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনিতে স্বামী গোলাম মোস্তফার বিরুদ্ধে স্ত্রী শামসুন্নাহারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। নিহত শামসুন্নাহার (৪৫) তিন সন্তানের জননী।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার প্রতাপনগর গ্রামে এ ঘটনা ঘটে। গোলাম মোস্তফার ভাই নুরুল ইসলাম জানান, গোলাম মোস্তফা মানসিকভাবে কিছুটা অসুস্থ। প্রত্যেক মাসে একবার ইনজেকশন দিতে হয় তাকে, না দিলেই পাগলামি বেড়ে যায়। সম্প্রতি তার পাগলামি বেড়ে গিয়েছিল।

তিনি জানান, রোববার রাতে স্বামী-স্ত্রী একসাথে ঘুমিয়ে পড়েছিল। ভোররাতে শামসুন্নাহারের গোঙানি শুনে তাদের ঘরের পাশে গিয়ে দরজা বন্ধ দেখতে পাই। ধাক্কাধাক্কির একপর্যায়ে গোলাম মোস্তফা দরজার ছিটকানি খুলে পালিয়ে যায়। ভেতরে গিয়ে শামসুন্নাহারকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেয়ার মধ্যেই তিনি মারা যান।

এ নিয়ে আশাশুনি থানার ওসি মোমিনুর রহমান জানান, গৃহবধূর স্বামী এলাকায় মোস্ত পাগলা নামে পরিচিত। ভোররাতে নামাজ পড়তে উঠেছিল মোস্ত। এ সময় কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এরপর মোস্তফা কুপিয়ে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version