Site icon Jamuna Television

রানিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ব্রিটেন

রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ব্রিটেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হবে অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা।

ওয়েস্টমিনিস্টার অ্যাবে থেকে রানির শববাহী কফিন নেয়া হবে লন্ডনের ওয়েলিংটনে। সেখানে প্রার্থনা ও আনুষ্ঠানিকতা শেষে উইন্ডসর দূর্গে নেয়া হবে কফিন। পরে সেইন্ট জর্জ চ্যাপলে যাবে রানির মরদেহ। সেখানেই শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত থাকবেন বিশ্বের নানা দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং তাদের প্রতিনিধিসহ ২ হাজার অতিথি।

সব আয়োজন শেষে উইন্ডসর ক্যাসলে সমাধিস্ত করা হবে রানি দ্বিতীয় এলিজাবেথকে। প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের পাশেই শায়িত হবেন রানি। এর মাধ্যমে ব্রিটেনে শেষ হবে ১০ দিনের রাষ্ট্রীয় শোক। গেলো ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দ্বিতীয় এলিজাবেথ। তার প্রয়াণে ইতি ঘটে ব্রিটেনের সাত দশকের উজ্জ্বল অধ্যায়ের।

/এমএন

Exit mobile version