Site icon Jamuna Television

সম্রাটের জামিনের মেয়াদ বেড়েছে

দুদকের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া আইনজীবী দেশের বাইরে থাকায় এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হয়নি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। আদালতে উপস্থিত হন জামিনে থাকা আসামি সম্রাট। তার আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী এর বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে জামিনের মেয়াদ বাড়ায় আদালত। এছাড়া এ মামলার আইনজীবী এহসানুল হক সমাজী দেশের বাইরে থাকায় অভিযোগ গঠনের জন্য সময়ের আবেদন করেন। ২০ অক্টোবর অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য করে আদালত।

/এমএন

Exit mobile version