Site icon Jamuna Television

কোস্টারিকায় গিরিখাদে বাস পড়ে নিহত ৯

মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় বাস খাদে পরে কমপক্ষে ৯ আরোহী প্রাণ হারালেন। রোববারের দুর্ঘটনায় আরও ২৭ জন গুরুতর আহত হয়েছেন। খবর ডয়েচে ভেলের।

দেশটির জন সুরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে হতাহতের এ তথ্য। স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রসের সহযোগিতায় চলছে উদ্ধারকাজ।

এক বিবৃতিতে জানানো হয়, সান্তা ক্রুজ থেকে সান হোসে যাচ্ছিলো বাসটি। পথেই পার্বত্য এলাকায় ভূমিধসের কবলে পড়ে বাসটি। গড়িয়ে পড়ে যায় গভীর খাদে। যাত্রীবাহী বাসটির সাথে আরও দুটি হালকা যানও গিরিখাদে বিধ্বস্ত হয়।

এটিএম/

Exit mobile version