Site icon Jamuna Television

খুলনায় সড়ক দুর্ঘটনায় হেফজখানার শিক্ষক ও মোয়াজ্জিন নিহত

খুলনা ব্যুরো:

খুলনায় সড়ক দুর্ঘটনায় হাফেজ মো. শরিফুল ইসলাম ও মোয়াজ্জিন মো. বেলাল হোসেন নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে মৃত্যু হয় তাদের। নিহত হাফেজ শরিফুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর কুমারিয়া জোলা গ্রামের মো. কাওছার হোসেনের ছেলে এবং বেল্লাল হোসেন রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে মহানগরীর হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত হাফেজ শরিফুল ইসলাম ছিলেন রাজবাঁধ নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষক এবং মো. বেলাল হোসেন ছিলেন রাজবাঁধ আয়েশাবাদ জামে মসজিদের মোয়াজ্জিন।

এ নিয়ে হরিণটানা থানার ওসি মো. এমদাদুল হক জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে এখনও আটক করা যায়নি। এ নিয়ে কাজ করছে পুলিশ।

এসজেড/

Exit mobile version