Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের সাথে বন্দি বিনিময় করলো তালেবান

যুক্তরাষ্ট্রের সাথে বন্দি বিনিময় করলো তালেবান; আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ তথ্য নিশ্চিত করেছেন। আরব নিউজের প্রতিবেদনে বলা হয় সোমবার (১৯ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানান।

আমির খান মুত্তাকি জানিয়েছেন, দীর্ঘ আলোচনার পর কাবুল বিমানবন্দরে বন্দি বিনিময়ের আনুষ্ঠানিকতা হয়। মার্কিন প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয় মার্ক ফ্রেরিককে। মুত্তাকিকে তুলে দেয়া হয় তালেবান কর্তৃপক্ষের কাছে।

মার্কিন নেভির সাবেক কর্মকর্তা মার্ক ফ্রেরিক আফগানিস্তানের একটি নির্মাণ প্রকল্পে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। ২০২০ সালে তাকে অপহরণ করে তালেবান। অন্যদিকে ১৭ বছর ধরে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি ছিলেন বাশার নুরজাই। মাদক পাচারের অভিযোগে আটক হন তিনি। তালেবানের কোনো পদে না থাকলেও ১৯৯০ সাল থেকে গোষ্ঠীটিকে আর্থিক ও অস্ত্র সহায়তা দিয়ে পাশে ছিলেন বাশার নুরজাই।

/এমএন

Exit mobile version