Site icon Jamuna Television

চীনে দুর্ঘটনার শিকার কোয়ারেন্টাইন বাস, নিহত ২৭ করোনা রোগী

চীনের ঘুইঝু প্রদেশে মারাত্মক দুর্ঘটনার শিকার একটি কোয়ারেন্টাইন বাস। আরোহী ৪৭ জনের ভেতর নিহত ২৭ এবং আহত হয়েছে ২০ জন। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, রোববার (১৮ সেপ্টেম্বর) যাচ্ছিল বাসটি। এতে ছিলো মোট ৪৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। কিয়ান্নানের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যানটি। মারাত্মকভাবে আহত ২০ জন যাত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে। ঘুইঝু প্রদেশে গেল দু’দিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গুইয়াংয়ে সেপ্টেম্বর জুড়েই চলছে লকডাউন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি হয়তো এ বছরের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এদিকে বিশ্ব যখন করোনা মহামারিকে সামাল দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে তখন চীন কেবল প্রতিরোধ ও কোয়ারেন্টাইনেই সীমাবদ্ধ থাকছে বলে অভিযোগ করছেন দেশটির ক্ষুব্ধ নাগরিকেরা।

এটিএম/

Exit mobile version