Site icon Jamuna Television

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গ্রিন ভিলেজে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা জোট বাহিনী এবং তাদের সরঞ্জাম লক্ষ্য করে চালানো এই হামলা ব্যর্থ হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রোববার (১৮ সেপ্টেম্বর) ১০৭ মিলিমিটারের তিনটি রকেট দিয়ে হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে আরও একটি রকেট উদ্ধার করা হয়েছে।

পূর্বাঞ্চলীয় দেইর আয-জাওয়ার প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ওই রকেট হামলা চালানো হয়। হামলার পর ওই ঘাঁটি থেকে কালো ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। হামলার পরপরই ঘাঁটির উপরে মার্কিন সেনাদের হেলিকপ্টার উড়তে দেখা গেছে।

এ পর্যন্ত মার্কিন ঘাঁটিতে যত রকেট হামলা হয়েছে গতকালের হামলা তার মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে উল্লেখ করা হয়েছে এটিকে।

/এনএএস

Exit mobile version