Site icon Jamuna Television

টেকনাফের পৃথক স্থান থেকে গুলিবিদ্ধ যুবক ও অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে পৃথক স্থান থেকে গুলিবিদ্ধ যুবক ও অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, র‍্যাব সদস্যদের কাছ থেকে খবর পেয়ে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন দমদমিয়া ১৪ নাম্বার ব্রিজ এলাকা থেকে মো. মুবিন (২২) নামের একজন যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। নিহত যুবক হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পশ্চিম পাড়ার আবদুর রহিমের ছেলে।

অপরদিকে, একই সময়ে পৌরসভার হেচ্ছারখাল ব্রিজের নিচে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার মুখে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

এটিএম/

Exit mobile version